ভূমিহীনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের গৃহহীন ও ভূমিহীনদের ছবি তোলা নিয়ে অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, ৮নং নন্দুয়ার ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডের গরিব অসহায় ভূমিহীনদের কাছ থেকে ছবি তোলার নাম করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামের নির্দেশে অনন্তপুর এলাকার তসলিম ও বলিদ্বারা গ্রামের বানুর ছেলে ফেরদৌস আলী প্রতিজনের কাছে ১শত টাকা করে হাতিয়ে নেয়।

ছবি বাবদ টাকা দেওয়ার বিষয়ে কেউ কেউ আপত্তি করলে ঘর বরাদ্দ হবেনা বলে সাফ জানিয়ে দেয় তারা। এ বিষয়ে অভিযোগকারী মাজারুল জানান, যারা তাদের টাকা দিতে পারেনি তাদের ভাগ্যে ছবি তোলা হয়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘শুধু মাত্র বাড়ি এবং ব্যক্তির ছবি তোলার খরচ নিয়েছে, যদি ১শত টাকা করে নিয়ে থাকে তাহলে বেশি নিয়ে ফেলেছে তারা’।

ইউএনও মৌসুমী আফরিদা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি আমি তদন্ত করে দেখবো’। এ ব্যাপারে ভূক্তভোগী জওগাঁ গ্রামের তসলিম উদ্দীনের ছেলে মাজারুল ইসলাম ইউএনও বরাবরে আজ বুধবার (২৫ মার্চ) একটি অভিযোগ করেন।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে ভিজারায়ের এর ছেলে বিনয় রায় ২৩ মার্চ ইউএনও কে একই অভিযোগ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.