ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরী নেয়ায় ৬ পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরী নেয়ার অভিযোগে ৬ পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ করেছে রংপুরের একটি আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে আসামীরা জামিন আবেদন করলে বিচারক মো. শওকত আলী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামীরা হলেন-মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরী করতেন।
রংপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাহ মোহাম্মদ নয়ন্নুর রহমান টফি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী নেয়ার অভিযোগে ২০১৯ সালে কোতোয়ালি থানায় পুলিশের এই ছয় সদস্যের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। আসামীরা এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মামলার চার্জশীট হওয়ার পর তাদের কারাগারে পাঠালো আদালত। 
মামলার বিবরণে জানা যায়, এই ৬ ব্যক্তি রংপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বাহিনীতে যোগদান করেন।
পরবর্তীতে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তদন্ত করে দেখা যায়, সার্টিফিকেটগুলো ভুয়া।
এ বিষয়ে প্রতিবেদন দেবার পর রংপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর আব্দুস সালাম বাদী হয়ে ২০১৯ সালে কোতোয়ালি থানায় ৬ আসামীর বিরুদ্ধে প্রতারনা ও জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ৬ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.