ভাসছে মুম্বাই

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের বৃষ্টিতে পানিতে ভাসছে ভারতের মুম্বাই। ভারতীয় গণামধ্যমের তথ্য মতে, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে গেছে।

বিশেষ করে কোলাবায় গত ৪৬ বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে বৃষ্টির পরিমাণ ৩৩১.৮ মিলিমিটার।

এর আগে ১৯৭৪ সালের অগস্ট মাসে এই পরিমাণ বৃষ্টি হয়েছিল কোলাবায়। সঙ্গে ছিল ঘণ্টায় ১০৭ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া। এছাড়া সান্তাক্রুজ এলাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪৬.১১ মিলিমিটার।

এমনকি বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.