ভারতে হিজাব পরায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে হুমকি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হিজাব পরার কারণে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এক মেডিকেল কলেজ ছাত্রী। ২৩ বছর বয়সী ওই মেডিকেল কলেজ ছাত্রীর অভিযোগ, ১০ থেকে ১২ জনের একটি দল “জয় শ্রী রাম” স্লোগান দিতে দিতে এসে তাকে হুমকি দেয়।

গত শনিবার ভারতের উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানায় ইন্ডিয়া টাইমস।

মেডিকেলের ফাইনাল ইয়ারের ওই ছাত্রী বলেছেন,  ওইদিন রাত ১০টা নাগাদ আমি ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। সে সময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনো ওদের আমি দেখিনি। আমরা আমাদের মতো হাঁটছিলাম। কিন্তু আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে “জয় শ্রী রাম”, ”জয় শ্রী রাম” বলে চিৎকার করতে থাকে।

এরপরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। ওদের কাছ থেকে বাঁচতে আমরা দৌঁড়ে পালাই।

অতীতে কখনো তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বলেও জানান ওই ছাত্রী। তার দাবি, অভিযুক্তরা বহিরাগত।

এ সময় পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দেন ওই মেডিকেল ছাত্রী। তার দাবি, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরে এফআইআর থেকে ”হুমকি” শব্দ বাদ দেওয়ার শর্তে অভিযোগ গ্রহণে রাজি হয় পুলিশ।

অবশ্য পরের দিন পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ গ্রহণ করেছিল বলে জানান ওই ছাত্রী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.