ভারতে পরিষেবায় চালূ হচ্ছে ‘আকাশ’ এয়ারলাইন্সের বিমান

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনাকালে যেখানে একে একে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে এয়ারলাইন্স ব্যবসা প্রশ্নের মুখে পড়েছে ,সেখানে রাকেশ ঝুনঝুনওয়ালার ‘আকাশ’ এয়ারলাইন্স নিয়ে আসছে সস্তার বিমান পরিষেবা। চলতি মাসের মে-মাস থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে স্থানীয় সংবাদ সংস্থার খবর।
নতুন এই এয়ারলাইন্সে যাতে কর্মীদের যোগদানে উৎসাহ বাড়ে তারজন্য সংস্থার প্রথম সারির কর্মীদের জন্য শেয়ার বরাদ্দ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংস্থার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর বিনয় দুবে জানান করোনাকালে কর্মীদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের পাশে থাকার পরিকল্পনা ও উৎসাহ প্রদানের কথা ভেবেই এই সিদ্ধান্ত। তাঁর আশা কর্মীরা এখানে যোগদান করলে ভাল থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.