ভারতে গণধর্ষণে তরুণী’র মৃত্যু, গোপনে লাশ দাহ পুলিশ’র

(ভারতে গণধর্ষণে তরুণী’র মৃত্যু, গোপনে লাশ দাহ পুলিশ’র–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গণধর্ষণ ও নির্যাতনে এক তরুণীর মৃত্যু আর পুলিশের গোপনে তাকে দাহ করার ঘটনায় উত্তাপ ছড়িয়েছে গোটা ভারতে। উত্তর প্রদেশে নির্মমতার শিকার ২০ বছর বয়সী ওই তরুণী, দিল্লির একটি হাসপাতালে প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে লড়াইয়ের পর, মারা যান গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)।

তার মৃত্যুর পরই ধর্ষকদের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। এরপর রাতে পরিবারের সদস্যদের বাড়িতে তালাবদ্ধ করে, তাদের অনুপস্থিতিতেই নিহত তরুণীকে দাহ করে উত্তর প্রদেশ পুলিশ। এ ঘটনায় ভারতের পুরো শাসনব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, বিএসপি নেতা মায়াবতীসহ অনেকে। গ্রেফতার ৪ জন ধর্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা এখনও বাকি, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের জাতীয় অপরাধ ব্যুরোর ২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগের তুলনায় দেশটিতে নারীর ওপর সহিংসতার হার বেড়েছে প্রায় ৮ শতাংশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.