ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিলো পাকিস্তান

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসবে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। তবে তার এই বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের অভ্যন্তরে প্রবেশ করে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আরও বেসামরিক নাগরিকদের বিচারবহির্ভূত হত্যার প্রস্তুতি অপরাধের স্পষ্ট স্বীকারোক্তি।
মন্ত্রণালয় জানায়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু আঞ্চলিক শান্তিকেই নষ্ট করবে না বরং দীর্ঘমেয়াদে গঠনমূলক সম্পৃক্ততার সম্ভাবনাকেও বাধা দেবে।
হুঁশিয়ায়রি উচ্চারণ করে ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০ সাল থেকে পাকিস্তানে ঢুকে মোট ২০ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ভারত। তার পরেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী ওই মন্তব্য করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.