ভারতের তামিলনাড়ু রাজ্যে গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে ২০ জন নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। আজ সোমবার (০২ নভেম্বর) সকালেই বৃষ্টির কারনে তামিলনাড়ুর কইম্বাতর জেলায় দেয়াল ধসের ঘটনায় ১৫ জন নিহত হয়।

এর আগে গত দুই দিনে বৃষ্টির জেরে ৫ জন নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

এনডিটিভি‘র খবর জানিয়েছে, কইম্বাতরের এক গ্রামে দেয়াল ধসের ঘটনায় ইতিমধ্যে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে।

ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের জেরে রাজ্যের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তামিলনাড়ুর তিরুভ্যালুর, ভেল্লোর, তিরুভ্যান্নামালাই, থোটুক্কুডি, রামনাথপুরাম ও তিরুনেলভেলি ছয় জেলায় আগামী ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এর জেরে চেন্নাই, তিরুভ্যালুর, টুটিকরিন ও কানছীপুরাম অঞ্চলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে রাজ্য সরকার বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা পরিস্থিতি সামাল দিতে যথাযত ব্যবস্থা নিয়েছে। চেন্নাইতে ইতিমধ্যে ১৭৬টি ‘রিলিফ সেন্টার’ স্থাপন করা হয়েছে, সেইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী নৌকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.