ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় হতাহত-১৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ রেলদুর্ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি৯ বাংলা।
ঝাড়খণ্ডের জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সময় ৮টায় ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে বুধবার আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এসময় ট্রেন জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল। হঠাৎই গুজব ছড়ায় ট্রেনে আগুন লেগে গিয়েছে।
এরপরই বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস সে সময় আসছিল। সেই ট্রেনেই ধাক্কা লাগে একাধিক যাত্রীর। এই প্রতিবেদন লেখার সময় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আসানসোল রেল ডিভিশনের জামতাড়ায়।
বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। আহতদের জামতারায় নিয়ে আসতে মেডিকেল টিম, চারটি অ্যাম্বুলেন্স ও তিনটি বাস ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জামতারার জেলা প্রশাসক জানিয়েছেন।
দুর্ঘটনার সঠিক স্থানটি জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.