ভারত’র হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ নবজাতক’র মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশ রাজ্যের একটি হাসপাতালে নবজাতক ওয়ার্ডে আগুন লেগে অন্তত চার নবজাতকের মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদনের তথ্য মতে গতকাল সোমবার (০৮ নভেম্বর) রাতে ভোপালের কমলা নেহেরু শিশু হাসপাতালে একটি নবজাতক-সেবা ইউনিটে আগুনের ঘটনা ঘটে।
ওই সময় অন্তত ৪০ শিশু ভর্তি ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপণ কর্মীরা। হাসপাতাল থেকে দমকলকর্মীরা ৩৬টি শিশুকে বাঁচাতে সক্ষম হয়েছে।
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে কর্মকর্তারা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণ হতে পারে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ঘটনাটি দুঃখজনক। তিনি একটি তদন্তের নির্দেশ দেন এবং নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সময় আনুমানিক ৯ টায় আগুন লাগে। আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লেগেছে দমকলকর্মীরা। নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করা হয় না বলে ভারতের হাসপাতালগুলোতে প্রায়ই আগুন লাগে। গতসপ্তাহে মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.