বেলারুশ সীমান্তে শত শত অভিবাসীকে আটকে রেখেছে পোল্যান্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ড জানিয়েছে দেশটির দক্ষিণ বেলারুশ-পোল্যান্ড সীমান্তের দিকে শত শত অভিবাসীকে ঠেলে দিয়ে বেলারুশ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত সেনা মোতায়েন করার কথা বলে বেলারুশকে সতর্ক করে দিয়েছে তারা। খবর যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসির।
ভিডিও ফুটেজে দেখা যায় কাঁটাতারের বেড়ার কাছে শত শত লোক অবস্থান করেছে, যাদের কেউ কেউ জোর করে বেড়া ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেছিল।
এ পরিস্থিতিতে সোমবার পোলিশ সরকার জরুরি সংকট বৈঠক ডেকেছে এবং ওই এলাকায় প্রায় ১২ হাজার সেনা মোতায়েন করেছে।
পোল্যান্ডের সরকারি রেডিওতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে বহুল সংখ্যক মানুষকে লেলিয়ে দিয়ে সেখানে গোলাগুলি ও হতাহতের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বেলারুশ। একসাথে অনেক মানুষের সীমান্ত পাড়ি দেয়ার তথ্য গণমাধ্যমের কাছে এসেছে বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় ইইউ এবং জাতিসংঘের কাছে জোরালো প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন বেলারুশের নির্বাসিত নেতা সভিয়েতলানা সিখানুস্কায়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.