ভাঙ্গায় দফায় দফায় হামলা, ৩০টি দোকান ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে অন্তত ৩০টি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব সদরদী নতুনবাজার এলাকায় দোকানপাটে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে গতকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে একই উপজেলার ঘারুয়া এলাকায় ফুটবল মাঠে খেলার সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে এরই জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে ঘারুয়া বাজারের দোকানপাটে হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চাঁনপুট্টি ও মক্রমপুট্টির মোড় এলাকায় মাদক সেবন করতে যান একই উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদীর এলাকার দু’জন মাদকসেবী। তখন মক্রমপুট্টি এলাকার কয়েকজন বাঁধা দিলে একপর্যায়ে কথা কাটিকাটি হয়। এর কয়েকদিন পর শুক্রবার (২ সেপ্টেম্বর) মক্রমপুট্টির বেশ কয়েকজন ঘারুয়া স্কুল মাঠে ফুটবল খেলতে আসেন, তখন পূর্ব সদরদীর লোকজন উস্কানি দেন। এর পরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পূর্ব সদরদীর লোকজন ঘারুয়া বাজারে হামলা চালায়। এতে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শনিবার সকালে ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি ও দক্ষিণ চাঁনপুট্টির লোকজন পূর্ব সদরদীর দোকানপাট ভাঙচুর করে। এ সময়ে অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.