ভাইরাস’র বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়ন (তড়িৎ পদক্ষেপ) জোরদার’র আহ্বান

(ভাইরাস’র বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়ন (তড়িৎ পদক্ষেপ) জোরদার’র আহ্বান–ফাইল ছবি)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর ছয় মাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়েছে। এ অবস্থায় জাতিসংঘ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়নের জন্য ‘তড়িৎ পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এ ভাইরাস ‘বিশ্বের জন্য এক নন্বর নিরাপত্তা হুমকি। বিশ্বে গতি ফিরিয়ে আনতে, পুনরায় কর্মপরিবেশ ও সমৃদ্ধির পথে বৈশ্বিক সমাধান পেতে অর্থায়ন বাড়াতে আমাদের ‘তড়িৎ পদক্ষেপ’ প্রয়োজন।’

বিশ্বস্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ভ্যাকসিন সরবরাহ ও চিকিৎসা পেতে বৈশ্বিক সহযোগিতা জরুরী। এ কথা উল্লেখ করে গুতেরেস বলেন, ‘হয় আমরা এক সাথে দাঁড়িয়ে থাকবো অথবা আমরা ধ্বংস হয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন অর্থ পাওয়া গেছে তবে পরিস্থিতির পরিবর্তনের জন্য ৩৫ বিলিয়ন ডলার অর্থেও প্রয়োজন হবে এবং আগামী তিন মাসের জন্য ১৫ বিলিয়ন ডলার প্রয়োজন।’

উল্লেখ্য, ভাইরাসে এ পর্যন্ত ৯ লক্ষ ১৩ হাজারের মত লোকের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৯ লক্ষ মানুষ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ৩৫টি ভ্যাকসিন হিউম্যান টেস্টে রয়েছে, এরমধ্যে ৯টি ফেজ ৩ ট্রায়ালে রয়েছে। এ পর্যন্ত ১৪৫টি ভ্যাকসিন টেস্টিংয়ে এসেছে, এরমধ্যে ১০ শতাংশ ভ্যাকসিন টেস্টে সফল হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.