বড়াইগ্রামে ৬ মাসের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা!

নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামে ৬ মাসের শিশু সন্তান রেখে হাফিজা (২০) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আটুয়া রাথুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাফিজা একই গ্রামের হাসান মাসুদের স্ত্রী মারার জন্য ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খায়।
পরে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অন্যদিকে হাফিজার বাবা মমিন উদ্দিন এবং ভাই রায়হান এটা পরিকল্পিত হত্যা বলে দাবী করেন।
হাফিজার পিতা বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই নির্যাতন করেতার স্বামী। আমরা খবর পেয়েছি তাকে শারিরীক নির্যাতন করে সকালে জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে তারা।
মৃতের ভাই রায়হান বলেন, আমার বোনকে দেখার জন্য এ্যাম্বুলেন্স এরকাছে গেলে আমার ভগ্নিপতি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমার বোনের সাথে দেখা করতে দেওয়া হয়নি, তার মুখ চেপে ধরে রাখা ছিল।মৃত্যুর আগে আমার বোন আমাকে কিছু বলতে চেয়ে ছিল।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.