শিবগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবার পেলেন ঢেউটিন ও খাদ্য সামগ্রী

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯শে এপ্রিল) ২০২১ ইং বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ওই সকল পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলামসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দর। এ সময় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও খাদ্য সামগ্রী দেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৫ মার্চ দুপুরে চৈত্রের দাবাদাহে চুলা থেকে আগুন ধরে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উক্ত এলাকাটির আশপাশের ১৩টি পরিবারের বাড়িঘর ভষ্মিভূত হয়। ওই সময় তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে দুটি কম্বল, চাল ও ডালসহ শুকনো খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.