বড়াইগ্রামে ১১ বছরের মেয়ে সহ ২ জন করোনায় আক্রান্ত, শিক্ষা অফিস লকডাউন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১১ বছরের মেয়ে সহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া উপজেলা শিক্ষা অফিসের একজন অফিস পিয়ন (এমএলএসএস) করোনায় আক্রান্ত হয়েছে। এই ঘটনায় আজ মঙ্গলবার থেকে বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিস লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পরিতোষ কুমার রায় বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে বড়াইগ্রামে দুইজন করোনায় আক্রান্ত খবর নিশ্চিত করা হয়েছে। তাদেরকে আইসোলেশন থেকে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউএনও আনোয়ার পারভেজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ইউএনও কার্যালয়ের চতুর্থ তলায় অবস্থিত উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয়ের এমএলএসএস করোনায় আক্রান্ত হয়েছে যার ফলে মাধ্যমিক অফিস লকডাউন করে দেওয়া হয়েছে। এছাড়া বিআরডিবি কর্মকর্তার ১১ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে। ইউএনও অসুস্থ দুই জনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.