বড়াইগ্রামে বিরোধের জেরে ক্ষেতের বনায়ন ধ্বংস, থানায় অভিযোগ


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি কায়েমকোলা গ্রামে বিরোধের জেরে দুই বিঘা জমিতে লাগোনো লিপিয়ার গামা জাতের ঘাস ধ্বংস করেছে প্রতিপক্ষ। এতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে প্রকাশ করেছে ভুক্তভোগী কৃষক। আজ সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কৃষক রবিউল হোসেন বাদি হয়ে প্রতিপক্ষ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, একই গ্রামের আত্ত্বাব প্রামাণিকের ২ বিঘা ২৪ শতাংশ ফসলী জমি ৩ লক্ষ ২০ হাজার টাকায় তিন বছরের জন্য কটে (বন্ধক) নেয় কৃষক কামাল হোসেন ও তার ভাই রবিউল হোসেন।
রবিউল ওই জমিতে গরুর জন্য উন্নতজাতের লিপিয়ার গামা জাতের ঘাস বপন করে। ৫ মাস অতিবাহিত হওয়ার পরই জমির মালিক জমিটি ফেরত নিতে চাইলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এক পর্যায়ে আজ সোমবার ভোরে আত্ত্বাব প্রামাণিক, তার ছেলে শাহাদত, সঙ্গীয় আব্দুল হাই, আলিমুদ্দিন ও মনির জমিতে এসে অপরিপক্ক ঘাস গোড়া থেকে কেটে ধ্বংস করে।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.