বড়াইগ্রামে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বহিস্কারের দাবীতে মানববন্ধন


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিকে বহিস্কার ও দপ্তরির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সোসাইটি, নাটোর জেলা শাখা।

মানববন্ধনে নেৃতৃবৃন্দ ওই বিদ্যালয়ের সভাপতি টিপু সরকারের বিরুদ্ধে দপ্তরী ফারুক হোসেনকে নারী ঘটিত মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন।

অতি দ্রুত উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বহিস্কার দাবী করে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সোসাইটির ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক গোলাম হোসেন, দপ্তরি কল্যাণ সমিতির নাটোর জেলার সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সিংড়া উপজেলা দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির সভাপতি দুলাল হোসেন, রনি আহম্মেদ, মহাররম হোসেন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.