বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা ও ভেলা বাইচ প্রতিযোগিতা


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের কচুগাড়ি বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কলাগাছের তৈরী ভেলা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার কচুগাড়ী বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বড়াইগ্রামের কচুগাড়ি গ্রামের নৌকা এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রথম, একই গ্রামের বাংলার দুলদুল দ্বিতীয় এবং গুরুদাসপুরের খাকড়াদহ গ্রামের বাংলার বাঘ তৃতীয় স্থান অধিকার করে।
পরে সমাজসেবক মকসেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম নৌকা বাইচ ও কলা গাছ দিয়ে তৈরী ভেলা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে হাসানুজ্জামান জয়ের সঞ্চালনায় ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য লালন ও শান্ত উপস্থিত ছিলেন। বিলুপ্তপ্রায় এ নৌকা বাইচ উপভোগ করতে বিল পাড়ে বড়াইগ্রাম, গুরুদাসপুর ও পাশের চাটমোহর উপজেলার কমপক্ষে ১০ হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.