বড়াইগ্রামে আদিবাসী ও নৃগোষ্ঠির শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের সমতলে বসবাসকৃত আদিবাসী ও নৃগোষ্ঠি পরিবারের বিদ্যালয়গামী শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল। আজ বুধবার দুপুরে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ৩০ জন শিক্ষার্থীকে এই বাইসাইকেল প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ও অন্যান্য সুধীজন।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ১০১৯-২০ অর্থ বছরে উপজেলার আদিবাসী ও নৃগোষ্ঠি পরিবারের ২০ জন মেয়ে শিক্ষার্থী ও ১০ জন ছেলে শিক্ষার্থীকে এই বাইসাইকেল প্রদান করা হয়।

শিক্ষার্থীরা বাইসাইকেল পাওয়ার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি আনন্দ র‌্যালী করে। র‌্যালীটি বনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.