ব্লক করা হচ্ছে ভুয়ো রেশন কার্ড

কলকাতা (ভারত) প্রতিনিধি: শুরু হলো পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের তৎপরতায় ভুয়ো রেশন কার্ড ব্লক করা। দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী মার্চের মধ্যেই সমস্ত ভুয়ো কার্ড চিহ্নিত করে ব্লক করে দেওয়া হবে।
ইতিমধ্যেই দফতর অস্তিত্বহীন, মৃত এবং নকল কার্ড মিলিয়ে ৯৩ লক্ষ কার্ডকে ব্লক করেছে।
দফতরের অনুমান আরও ৫০ লক্ষ ভুয়ো কার্ড চিহ্নিত করা যাবে।
খাদ্য দফতরের রিপোর্ট অনুযায়ী এই ব্লক করা কার্ড থেকে প্রতি মাসে সরকারের সাশ্রয় হচ্ছে ৯০ কোটি টাকার বেশী।বাকি কার্ড চিহ্নিত করে ব্লক করলে সাশ্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ১৫০ কোটি টাকা।
এই কার্ড গুলোকে চিহ্নিত না করলে সরকারি ভর্তুকিতে সরবরাহ করা চাল ডালের একটা বড় অংশ বাইরে পাচার হয়ে যেত বলে জানিয়েছেন খাদ্য দফতরের শীর্ষকর্তা।
নতুন ভাবে ব্লক করা কার্ড দিয়ে আর রেশন তোলা যাবে না। যদি কেউ কার্ডগুলোকে এক্টিভ করতে চায় তাহলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে রেশন দোকানের ই-পস মেশিনের সাহায্যে এক্টিভ করতে পারবে।
পাশাপাশি সমস্ত কার্ডগুলোকে ডিজিটাল করার পদ্ধতিও চালু আছে। এই ব্যাপারে আর কোনও অবস্থাতেই গাফিলতি বরদাস্ত করা হবে না বলে দফতরের ভিজিলেন্স অফিসার জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.