ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাস ৭ জুন তিনি কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়াবেন।

এর মাধ্যমে তার তিন বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটবে বলে জানায় ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

আজ শুক্রবার ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, এটা সব সময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি।

ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডলির সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। তেরেসা পদত্যাগে অস্বীকার জানালে ওই কমিটির তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তুতি নিচ্ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.