ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় তিন জনকে সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাদেরকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান।

বরখাস্ত কৃত ব্যক্তিরা হলেন:  ট্রেনের কর্তব্যরত লোকোমাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপুদে ও ওয়ার্কিং গার্ড আব্দুর রহমান।

মিয়া জাহান বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, তূর্ণা এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে ওই তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ট্রেনের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন শতাধিক। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক লক্ষ এবং আহতদের ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.