ব্রাজিল দলে ডাক পেলেন নেইমার ও কৌতিনহো

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনা মহামারী সত্ত্বেও অক্টোবরে দক্ষিণ আমেরিকান অঞ্চলের এই বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ ভিত্তিক খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য ছাড়পত্র পাবেন বলে ঘোষণা দিয়েছে ফিফা। তারপরই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল।

বলিভিয়া ও পেরুর বিপক্ষে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই ব্রাজিল দলে ডাক পেয়েছেন নেইমার ও ফিলিপে কৌতিনহো। প্রথমজন বর্তমানে পিএসজি-তে এবং পরেরজন মেসির দল বার্সেলোনায় খেলছেন।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়াকে আতিথ্য দেবার পর ১৩ অক্টোবর পেরু সফরে যাবে তিতের দল।

এর আগে চলতি বছরের মার্চে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সেটিও সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত অক্টোবরে শুরু হচ্ছে এই বাছাইপর্ব।

উল্লেখ্য, কোভিড-১৯’এ সবচেয়ে বেশী আক্রান্ত দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনা অন্যতম।

ব্রাজিল স্কোয়াড:

# গোলরক্ষক: এ্যালিসন, সান্তোস, উইভারটন

# ডিফেন্ডার: দানিলো, গাব্রিয়েল মেনিনো, এ্যালেক্স টেলাস, ফিলিপ, রেনান লোদি, মারকুইনহোস, থিয়াগো সিলভা, রডরিগো কাইয়ো।

# মিডফিল্ডার: কাসেমিরো, ফ্যাবিনহো, ফিলিপে কৌতিনহো, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো।

# ফরোয়ার্ড: রবার্তো ফিরমিনো, নেইমার, এভারটন, গ্যাব্রিয়েল জেসুস, রিচারলিসন, রডরিগো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.