ব্রাজিলের প্রেসিডেন্টকে হিটলার বললেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

 

বিটিসি নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে এই যুগের ‘হিটলার’ বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, ব্রাজিল ভেনেজুয়েলায় মাদুরোর শাসনকে অস্বীকার করার পর তিনি এই মন্তব্য করলেন।

জেইর বোলসোনারো সম্পর্কে সোমবার মাদুরো বলেন, তার ভেতরে নিজস্ব শাসনব্যবস্থার সাহস নেই। তিনি একটি দলের পুতুল হিসেবে কাজ করছেন। যখন থেকে তিনি ক্ষমতায় এসেছেন, তখন থেকেই তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরও বলেন, এখন এই লড়াইকে মোকাবেলার জন্য ব্রাজিলের সুন্দর মানুষগুলোকে ত্যাগ করতে হবে।

এর আগে গত শনিবার আনুষ্ঠানিকভাবে জুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। জুয়ান গুয়াইদো হলেন ভেনেজুয়েলার জাতীয় সংসদের প্রেসিডেন্ট। গত সপ্তাহে তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। গত ১ জানুয়ারি বোলসোনারো ব্রাজিলের ক্ষমতায় আসার পর এই নিষেধাজ্ঞাকে সমর্থন দিয়ে দেশটির সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।

এমনকি ব্রাজিলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেয়ার কথাও বলেছেন বোলসোনারো।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.