ব্যাটারি চালিত রিক্সা ও নগর পরিবহণ ব্যবস্থা চালু করতে হবে : সিপিবি-বাসদ

খুলনা ব্যুরো: ’ব্যাটারি চালিত রিক্সা ও নগর পরিবহণ ব্যবস্থা’ শিরােনামে বাংলাদশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনার যৌথ উদ্যােগে এক মতবিনিময় সভা আজ রাববার ( ২৩ ফেব্রুয়ারী)  বিকেলে নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বাসদ খুলনা জেলার সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু। সঞ্চালনা করেন মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক সরদার রুহিন হােসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক এড. কুদরত-ই-খুদা, খুলনা ক্রাইম রিপার্টার্স এসােসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন, খুবি’র প্রফেসর মাঃ মতিউল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সচেতন নাগরিক সমাজের শাহ মোঃ লায়েক উল্লাহ, শ্রমিক কংগ্রেসের খুলনা বিভাগীয় সভাপতি এম এ কাশেম, আইন অধিকার বাস্তবায়ন ফােরাম খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলােয়ার হােসেন, সিপিবি নেতা নিতাই পাল, বাসদ নেতা কােহিনুর আক্তার কণা, টিইউসি’র জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, যুব ইউনিয়ন নেতা আফজাল হােসন রাজু, বিটিসি নিউজ এর  রিপার্টার মাশরুর মুর্শেদ, খাদেজা ফাউন্ডেশনের খ ম শাহীন, ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হােসেন বাবু, মোঃ মানিক মিয়া, মোঃ শহীদুল ইসলাম মনির, বাসদ নেতা মাহবুবুর রহমান মােহন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রট নেতা সনজিৎ মন্ডল, রিক্সা শ্রমিকদের মধ্যে শাহীন আলম, মােহন মল্লিক, ইলিয়াস, ইয়াকুব প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লােক এতে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাই সমাধান নয়, প্রয়োজন উপযুক্ত চিকিৎসা। ব্যাটারি চালিত রিক্সায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও আজকের দিনে প্যাডেল চালিত রিক্সার পরিবর্তে এ রিক্সার উপযােগিতা অপরিহার্য। সুষ্ঠু নীতিমালা ও পরিকল্পনার আওতায় এ ব্যাটারি চালিত রিক্সা চালু রাখা সম্ভব।
আজকের দিনে যখন সবকিছুই প্রযুক্তি তথা মেশিন নির্ভর হচ্ছে, তখন স্বার্থান্বেষীমহলের অবৈধ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কানা যাচাই বাছাই না করে, এর উপর নির্ভরশীল অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা না করে বা তাদের পুনর্বাসন কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা না করে, নগরবাসীর বিকল্প পরিবহণের চিন্তা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করাটা অযৌক্তিক।
খুলনা নগরীত পরিবহণ ব্যবস্থা ব্যবস্থাপনার নাম দীর্ঘদিন যাবত চলছে হুলস্থুলকান্ড। কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কােনাে নগর পরিবহণ ব্যবস্থা গড়ে ওঠেনি। এ ব্যাপারে সরকারও মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ ব্যাপক জনগােষ্ঠীর কােনাে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেইনি বরং নিজস্ব উদ্যগ সৃষ্টি করে নয়া কর্মসংস্থান নির্বিচারে নস্যাৎ করছে।
ফলশ্রুতিতে অসহায় মানুষগুলাে অমানবিক কষ্টের মধ্যে পড়েছে। এ সুযােগে প্রশাসনের এক শ্রেণীর অসাধু লােক অবৈধভাবে অর্থােপার্জন করছে এবং এই অসহায় মানুষগুলােকে হয়রানি করছে। বক্তারা পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে অবিলম্বে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদানের আহ্বান জানান।
অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তােলার ঘােষণা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.