ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, ১৭৮ ব্যবসায়ীকে ‘সিআইপি কার্ড’ প্রদান

ঢাকা প্রতিনিধিগতকাল মঙ্গলবার ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যবসায়ীকে কমার্শিয়াল ইম্পরট্যান্ট পার্সন-সিআইপি কার্ড প্রদান করেছে সরকার। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সিআইপিদের হাতে কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২০১৬ সালের জন্য ১৯টি পণ্যখাতে ১৩৭ জন রপ্তানিকারক ও পদাধিকার বলে এফবিসিসিআইয়ের ৪১ জন পরিচালককে এ সম্মাননা দেয়া হয়। সিআইপি কার্ড ধারীরা জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ সহ সচিবালয়ে প্রবেশে কার্ড ও গাড়ির স্টিকার পাবেন।

এ ছাড়া সরকারি সব যানবাহনে আসন সংরক্ষণ সুবিধা সহ বিমানবন্দরে ভিআআপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন তারা। বর্তমানে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হচ্ছে জানিয়ে চলতি অর্থবছর শেষে আয় ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তবে এফবিসিসিআই সভাপতি বলেন এ জন্য দরকার মানসম্মত গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামোর নিশ্চয়তা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.