বেলারুশকে গোলবন্যায় ভাসালো বেলজিয়াম

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ই-গ্রুপের ম্যাচে বেলারুশকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। নিজেদের মাঠে ৮-০ গোলের বড় জয় পেয়েছে রবার্তো মার্টিনেজের দল।
তিন ম্যাচে রেড ডেভিলদের সংগ্রহ ৭ পয়েন্ট।
কিং পাওয়ার স্টেডিয়ামে স্টেডিয়ামে এমন একটা ঝর বয়ে যাবে তা হয়ত ভাবতে পারেননি বেলজিয়ামের ফুটবল সমর্থকরাও। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসকে হারিয়ে শুরু।
পরের ম্যাচে রেড ডেভিলদের স্বপ্নযাত্রা থামিয়ে দেয় চেক প্রজাতন্ত্র। জয়ের ক্ষুধায় মরিয়া বেলজিয়াম নিজেদের মাঠে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেলারুশের।

কিং পাওয়ারে ১৪ মিনিটে গোল উৎসবের শুরু করেন মিকি বাতসুয়াই। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভেনাকেন। বেলারুশ তখনও ঠিকভাবে গুছিয়ে নিতে পারেনি নিজেদের।

প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে নিজেদের আক্রমণের ধার আরো বাড়ায় বেলজিয়াম। একের পর এক গোল দিশেহারা হয়ে পড়ে বেলারুশ।

বিশ্বজুড়ে করোনায় নাকাল জনজীবন। বেলারুশের ফুটবলারদের কাছে এ যেন করোনা ঝরের চেয়েও ছিলো ভয়াবহ কিছু। ম্যাচে ভেনাকেন ও ট্রসারড করেন দুটি করে গোল।

প্রতিপক্ষের জ্বালে এরপর আরো তিন গোল করেন জেরেমি, ডেনিস ও ক্রিস্টিয়ান বেনেটেক। ৮-০ গোলের জয় পায় বেলজিয়াম। ঘুরে দাঁড়ানোতো দূরে থাক ম্যাচে খুজেই পাওয়া যায়নি বেলারুশকে। বিশ্বকাপ বাছাইয়ে তাদের বড় হারের লজ্জায় ডুবিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের বেলজিয়াম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.