বেলকুচি পৌর মেয়রের পৃষ্ঠপোষকতায় গ্রাম বাংলার ঐতিহ্য কোষা নৌকা তৈরি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শ্যামল বাংলার দীর্ঘদিনের প্রাচিন ঐতিহ্য নৌকা বাইচ প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে। বাংলার হারানো ঐতিহ্যকে আবারো পুনরুজ্জিবিত করার জন্য সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা পৌরসভার বিভিন্ন এলাকায় কোষা নৌকা তৈরি করতে উৎসাহিত করছেন।
ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামী ৮ ও ৯ অক্টোবর বেলকুচি পৌরসভার আয়োজনে ঐতিহ্যবাহী মুকুন্দগাঁতি গ্রামের উদ্যোগে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
নৌকাবাইচ প্রতিযোগিতার ঘোষণা শুনে ইতিমধ্যে বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অংশগ্রহন করার জন্য নতুন করে নৌকা তৈরির কাজ শুরু করেছেন প্রায় গ্রামে।
তাদেরকে উৎসাহ এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা কোষা নৌকার তৈরির পৃষ্ঠপোষকতা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.