বেলকুচিতে মানবিক সহায়তার চেক তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল মানবিক সহায়তার চেক হাতে তুলে দিলেন মাহমুদা খাতুন নামের এক গৃহবধূকে।
বুধবার (২৬ জানুয়ারী) বিকালে বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের রমজান আলীর (৫৫) দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছেন। তিনি উপজেলা পরিষদে আবেদন করলে পরিষদের অর্থের চেক স্ত্রী মাহমুদা খাতুনের হাতে তুলে দেয়া হয়।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল জানান, পৌর এলাকার চালা গ্রামের রমজান আলী দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছেন এবং তিনি উপজেলা পরিষদে একটি মানবিক সহায়তার আবেদন করলে পাঁচ হাজার টাকার মানবিক সহায়তার চেক দেয়া হয়েছে তার চিকিৎসার জন্য। উপজেলায় কেউ এমন অসুস্থ ব্যক্তি থাকলে সাধ্যমতো মানবিক সহায়তা করা হবে। উপজেলা পরিষদ থেকে এমন মানবিক সহায়তা অব্যহত থাকবে।
এসময় বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিকসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.