বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড প্রদান

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩০৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড (পরিচয় পত্র) প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এ স্মার্ট কার্ড ও সনদপত্র হাতে তুলে দেন। এসময় ১৭৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও ১৩০ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড (পরিচয়পত্র) গ্রহন করেন।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী কর্তকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে থানার অফিসার ইনজার্চ (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.