বেলকুচিতে প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে ভূমিহীনদের নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী পরিতোষ বিশ্বাস, ৩নং ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খাঁন প্রমূখ।
উল্লেখ্য, ভূমিহীনদের নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ একটি করে বারান্দা ও রান্নাঘর, বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.