বেলকুচিতে নবাগত ইউএনও’র যোগদান


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিছুর রহমান যোগদান করেছেন। আজ বুধবার (০৮ জলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবাগত (ইউএনও) আনিছুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

চাকুরী জীবনে তিনি প্রথমে জনতা ব্যাংকে সিনিয়ার অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে চৌহালী উপজেলায় ও সিরাজগঞ্জ জেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মির সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ অন্যন্যা দপ্তরের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

নবাগত নির্বাহী অফিসার আনিছুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তিনি সকলের সহযোগিতায় উপজেলার সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাবেন সব সময়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.