বকশীগঞ্জ ইউএনওকে বই উপহার


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধু ও তিতাস পাড়ের ইতিকথা” নামে দুটি বই উপহার দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকারকে দুটি বই উপহার দেন জামালপুর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর উপপরিচালক মো. আবুল বাশার।

বই প্রদানকালে উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মঞ্জুরুল হক সহ জেলা ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম.জামশেদ খোন্দকার বই প্রদানের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.