বেলকুচিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জনের মনোনয়নপত্র জমা 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলার ৩ জন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদে ৬ জন জমা দেন।
নৌকা মনোনীত প্রার্থী হলেন, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, বড়ধুল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, দৌলতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে জিল্লুর রহমান মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়া ৬ টি ইউনিয়ন থেকে বিদ্রোহী ও স্বতন্ত্র হিসাবে মনোনয়ন জমাপত্র দেন বেলকুচি সদর ইউনিয়নে ৩ জন, রাজাপুর ইউনিয়নে ৩ জন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ৬ জন, বড়ধুল ইউনিয়নে ৩ জন, দৌলতপুর ইউনিয়নে ২ জন ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ৬ জন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.