বেলকুচিতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুইজনকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেছেন বেলকুচি থানা পুলিশ।
বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার বলেন, উপজেলায় মেঘুল্লা এলাকায় যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে নেত্রকোনা সদর থানার টেংগা গ্রামের মতি মিয়ার ছেলে ফারুক হোসেন (৪২) ও কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামের শাহ আলমের ছেলে রিয়াদ হোসেন (২৯) নামের দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
প্রত্যেককে ৬০ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়, এ অভিযান অব্যহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.