বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে আনোয়ার ওরফে আনার, দক্ষিণ বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ।
এছাড়া দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে আজগর সরদার, ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামালের ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, সুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে আলামিন হোসেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিটিসি নিউজকে বলেন, “গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক জীবন যাপন করছিলেন। এরা গোপনে বাড়িতে ফিরেছে এই সংবাদ পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.