বেনজির প্রথম বিধানসভা 

(বেনজির প্রথম বিধানসভা–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: আজ তৃণমূল কংগ্রেসের তৃতীয় বার ক্ষমতা আসার পর বিধানসভা অধিবেশনের শুরুর দিন কার্যত বেনজির দৃশ্য দেখল পশ্চিমবঙ্গের বিধানসভা। এদিন দুপুরে রাজভবনে ঢুকেই মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিধানসভায় ঢুকে যান। বস্তুত রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে রাজ্যপাল এদিন ৷
বিধানসভায় কী বলতে পারেন, তা নিয়ে প্রবল চর্চা রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ভাষণের খসড়া নিয়েও প্রশ্ন তুলে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar )। তাই এদিন রাজ্যপালের ভাষণ নিয়ে আগ্রহ ছিলই। ভাষণ শুরু করার সাত মিনিটের মধ্যেই তাঁকে তা থামিয়ে দিতে হয়।
অধিবেশনের শুরুতেই ‘ভোট পরবর্তী হিংসার ছবি’ হাতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভাষণ শেষ না করেই যোতে হয়৷ পরে শুভেন্দু সাংবাদিক বৈঠকে বলেন, ‘রাজ্য সরকার যে ভাষণ রাজ্যপালকে পড়ার জন্য লিখে দিয়েছে, তা অসত্য। ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখই নেই সেখানে, বরং তা অপপ্রচার বলা হচ্ছে।’
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বিধানসভা ছেড়ে চলে যান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.