বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ৪৭ জন নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ৪৭ জন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে জাতীয় ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
দেশটির উত্তরাঞ্চলের গোরগাদজি শহরের কাছে বুধবারের হামলায় ৩০ বেসামরিক লোকও নিহত হয়েছে। সেনা নিহত হয়েছে ১৪ জন। এছাড়া তিন মিলিশিয়া স্বেচছাসেবীও প্রাণ হারিয়েছে।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। এদিকে উভয় পক্ষের বন্দুকযুদ্ধকালে নিরাপত্তা বাহিনীর হামলায় ৫৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৯ জন। সেখানে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চলছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে জিহাদীদের সর্বশেষ এই হামলায় নিহতদের জন্যে দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে সরকারি ডিক্রির মাধ্যমে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সাব সাহারার সাহেল অঞ্চলের দরিদ্র দেশ বুরকিনা ফাসো। দেশটি ২০১৫ সাল থেকে ক্রমবর্ধমান জিহাদী হামলা মোকাবেলা করে আসছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.