বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পৃথক দুই হামলায় সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধারা বুরকিনা ফাসোতে অন্তত ৫০ জন নারীকে অপহরণ করেছে। আজ সোমবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দেশটির অরবিন্দার প্রায় এক ডজন কিলোমিটার দক্ষিণ-পূর্বে। সেখানে অন্তত ৪০ জন নারীকে অপহরণ করা হয়।
এক বাসিন্দা বলেছেন, নারীরা একত্রিত হয়ে ঝোপের মধ্যে পাতা এবং বন্য ফল কুড়াতে যায়, কারণ তাদের খাওয়ার কিছু নেই। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তার আর ফিরে নি। আমরা ভেবেছিলাম তাদের গাড়ির সমস্যা হয়েছিল। কিন্তু ঘটনাস্থল থেকে পালিতে আসতে পারা তিনজন নারী পুরো ঘটনা খুলে বলে।
এরপর শুক্রবার আরেক ঘটনায় অরবিন্দ থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে আরও ২০ নারীকে অপহরণ করা হয়েছে। তবে দুই ঘটনা থেকে বেশকয়েকজন নারী পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেছেন, আমাদের ধারণা অপহরণকারীরা তাদের ঘাঁটিতে নারীদের নিয়ে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.