বিসিবি’র আশা এশিয়া কাপে বাংলাদেশের দুজন আম্পায়ার

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের আম্পায়াররা সুযোগ পান না আন্তর্জাতিক মঞ্চে কাজ করার, এই আফসোস অনেকদিনের। যদিও ধীরে ধীরে দুয়ার খুলছে তাদের জন্য।
সম্প্রতি সুযোগ মিলছে ফ্র্যাঞ্চাইজি লিগেও। আগামী মাসের শেষদিকে হবে এশিয়া কাপ, এরপর অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ।
এই টুর্নামেন্টগুলোতে দল হিসেবে বাংলাদেশের বড় আশা। সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করবেন অন্তত দুজন, এমন আশা বিসিবির আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর। এশিয়া কাপে কোন দুজন যেতে পারেন, এ নিয়ে অবশ্য কিছু বলেননি।
মিঠু বলেন, ‘তারা তো মাত্র দিনক্ষণ ঠিক করেছে। যেহেতু গতবার আমাদের দুজন আম্পয়ার নিয়েছে দুজনই সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই, কিছু নেই। আমরা আশা করছি, ৯০ ভাগের মতো নিশ্চিত আবার আমাদের দুজন আম্পায়ার যাবে এশিয়া কাপে। ’
‘বিশ্বকাপ খুবই নিকটে। আশা করছি সেখান থেকেও প্রস্তাব আসবে। সাধারণত হয় কি ইমার্জিংয়ের ৫জন ও এলিট প্যানেলের ১২ জন মিলে কিন্তু ১৫ জন/১৬ জন (আম্পায়ার) নেয়। ওখানেও আমরা ৯০ ভাগ নিশ্চিত, সৈকতের যে পারফরম্যান্স, আমার মনে হয় বিশ্বকাপেও আমরা আশাবাদী হতে পারি। ’
আম্পায়ারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে মিঠু বলেন, ‘বাড়ানো হয়েছে বিপিএলে। অলমোস্টে চার বছরে ডাবল করে দেওয়া হয়েছে। অন্যান্য প্রপোজাল আমরা দিচ্ছি। নতুন বাজেট এসেছে তো। এখন বোর্ড এপ্রুভ করবে। এটা বোর্ডে আলাপ হবে, তারা যে পরিমাণটা এপ্রুভ করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.