বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১ কোটি ১৪ লক্ষ ছুঁই ছুঁই , মৃত্যু ৫ লক্ষ ৩৩ হাজার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, আজ রবিবার (০৫ জুলাই) সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৮২ হাজার ৯৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৪৭৭ জনের।

পাশাপাশি করোনা সংক্রমণ থেকে সুস্থও হয়েছেন অনেকে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ লক্ষ ৪০ হাজার ২২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৪ লক্ষ ৯ হাজার ২৪৯ জন। এদের মধ্যে ৪৩ লক্ষ ৫০ হাজার ৭২৩ জনের মৃদু সংক্রমণ রয়েছে, ৫৮ হাজার ৫২৬ জনের অবস্থা গুরুতর।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশী যুক্তরাষ্ট্রে। আজ রবিবার (০৫ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৩৫ হাজার ৭৭০ জন। আর মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩১৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লক্ষ ৭৮ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান এখন আট নম্বরে। আজ রবিবার (০৫ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ৯০০ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১৯৮ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান এখন ১০-এ। ইতালিতে  আজ রবিবার (০৫ জুলাই) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫৪ জনের।

আক্রান্ত বিবেচনায় রাশিয়ায় মৃত্যুর হার বেশ কম। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দেশটিতে আজ রবিবার (০৫ জুলাই) সকাল পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ লক্ষ ২০ হাজার ১২৯ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২৯ জনের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে আসা ভারতে আজ রবিবার (০৫ জুলাই) সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৪ হাজার ৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, বাংলাদেশে গতকাল শনিবার (০৪ জুলাই) আরও ৩ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৭৯ জন। এছাড়া আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯৭ জনে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.