বিরামপুরে ৮টি স্বর্ণের বারসহ আটক-১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮টি স্বর্ণের বারসহ গুলজার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৭টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজার প্রবেশ মুখে বিদ্যুতের কাঠের স-মিলে স্বর্ণের বারসহ গোলজার রহমানকে আটক করা হয়।
আটক গোলজার রহমান কাটলা ইউপির দক্ষিণ দামোদারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
বিরামপুর থানা ওসি সুমন কুমার মহন্ত বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তঘেঁষা কাটলা বাজারে স্বর্ণের বারসহ বেশ কয়েকজন ঘোরাফেরা করছে- এমন সংবাদের ভিত্তিতে কাটলা প্রবেশ মুখে বিদ্যুতের কাঠের স মিলে গোলজার হোসেনের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
গোলজার ওই মিলের কাঠের গুড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করেন। এই সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে ৮টি স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.