বিভিন্ন শ্রেণী-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ 

খুলনা ব্যুরো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে অসহায়, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকে অসুস্থ, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন)  সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এসব চেক শ্রমিকদের হাতে তুলে দেন।
খুলনার ৩ জন, যশোরের ৮ জন, সাতক্ষীরা ১১ জন ও বাগেরহাট জেলার ১৯ জনের মাঝে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
চেক বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে তৃতীয়  ধাপে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট একশত পাঁচ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবার, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকে অসুস্থ, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার শ্রমিকদের মাঝে ৩২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.