বিজয় দিবসে রাশিয়ার পতাকা নিষিদ্ধ করল বার্লিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সময় স্মৃতিসৌধে রাশিয়ার পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে বার্লিন পুলিশ।
সোমবার বার্লিনের একটি আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে জার্মানির রাজধানীতে সোভিয়েতের তিনটি স্মৃতিসৌধের চারপাশে রাশিয়ার পতাকা ও প্রতীক প্রদর্শন নিষেদ্ধ করেছে।
আদালত বলেছে, এটি পুলিশের সঙ্গে একমত যারা রাশিয়ার পতাকা এবং সেন্ট জর্জ ফিতাকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে বলে আশঙ্কা করেছিল।
আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তারা যুদ্ধের প্রতি সহানুভূতির ঘোষণা হিসাবে এ পদক্ষেপ।
পুলিশ মূলত ৮ এবং ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে স্মৃতিসৌধগুলিতে ইউক্রেনীয় এবং রাশিয়ান উভয় পতাকা নিষেদ্ধ করেছিল।
তারা যুক্তি দিয়েছিল, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে এই স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধের প্রতি সম্মান রক্ষা করা উচিত। তবে দেশটি ইউক্রেনের পতাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
রাশিয়া এর বিরুদ্ধে আপিল করলেও, জামার্নির উচ্চ আদালত নিষেদ্ধাজ্ঞা বহাল রেখেছে।
আদালত জানিয়েছেন, ইউক্রেনের পতাকাগুলোকে অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি প্রভাবিত হয়নি, যেহেতু পুলিশ তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরুদ্ধে আপিল করেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.