বিএসটিআই রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিএসটিআই প্রতিবেদক: অদ্য ২৫.০৮.২০২১ খ্রিঃ তারিখে পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর যৌথ উদ্যোগে এবং পাবনা জেলা পুলিশের সহযোগিতায় পাবনা জেলার বিসিক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে মেসার্স তুষার ফ্লাওয়ার মিলসকে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিপাশা হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটিং অফিসার হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আজিজুল হাকিম, পরিদর্শক (মেটঃ) উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.