বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বিএনপি যত আন্দোলনের কথাই বলুক আর হুমকির কথাই বলুক আবারও তারা ২০১৪ ও ২০১৫ সালের মত দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ‘তারা তাণ্ডব ঘটাতে চাইছে এটি আর বাংলাদেশে করতে পারবে না। শেষে বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। আমরা বারবার বলেছি সংবিধানে সুষ্পষ্ট ভাবে লেখা আছে, যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই নির্বাচনের দায়িত্বে থাকবে। আসলে নির্বাচন পরিচালনা করা সরকারের দায়িত্ব না। এটির দায়িত্ব নির্বাচন কমিশনের ‘
কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সমস্ত দায়িত্বে থাকবে তাদের নিদের্শ অনুযায়ী তখন দেশ চলবে। কাজেই এখানে আওয়ামী লীগ কোনো বিষয় না। নির্বাচন কমিশন করা হযেছে একটি আইনের আওতায় তাদের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন হবে।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলায় আওয়ামী লীগের সম্মেলন আগামী ৭ নভেম্বর।  এই সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে তৃণমূল পর্যায়ে গ্রামে-গঞ্জে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠাকলে টাঙ্গাইলের সন্তান প্রথম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামছুল হককে সাধারণ সম্পাদক  করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম গঠন করা হয়। তারা দল গঠনে অনেক ভূমিকা রেখেছেন।’
তিনি বলেন, ‘সব আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে টাঙ্গাইলের ভূমিকা ছিল অসাধারণ। সার্বিক রাজনৈতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অনেক বড় টাঙ্গাইল অঞ্চল। এই সম্মেলনটি এই সময়ে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে ভূমিকা রাখবে।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র বিএনপিসহ অন্যান্য বিরোধীদল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ধর্মান্ধ দলগুলো তারাও খুবই তৎপর। তারা দেশে ও বিদেশে নানান রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। এটি মেকাবিলা করার জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই ঐক্যবদ্ধ। টাঙ্গাইল সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী হবে।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তত্ত্বাবধায়কসহ অনেক যে দাবি করা হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই। এগুলো মোকাবেলা করার জন্য অপরদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে এ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে তৎপরতা দেখছি ইনশাআল্লাহ সম্মেলনটি একটি মহাসমাবেশ পরিণত হবে। আমি আশাবাদী মানুষ। আমার দৃঢ় বিশ্বাস এ সম্মেলনটি সারা বাংলাদেশে একটি নতুন উদাহারণ সৃষ্টি করবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান, নাগরপুর আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.