বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কথামতো প্রশাসন ও পুলিশে রদবদল নয় : ইসিকে ১৪ দল

ঢাকা প্রতিনিধি: আজ শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ১৪ দলের প্রতিনিধিরা জানান, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কথামতো প্রশাসন ও পুলিশে রদবদল না করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। বৈঠকে ইসিকে একটি চিঠি দেন ১৪ দলীয় জোটের নেতারা।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করেন।এসময় দিলীপ বড়ুয়া বলেন, এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা করছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আবার প্রতিদিন নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে মনগড়া ও বানোয়াট অভিযোগ করে তাদের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা চালাচ্ছে; যাতে তারা নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারে।

আমরা কমিশনকে জানিয়েছি, প্রশাসনের রদবদল করা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপির কথামতো যেন এ ধরনের রদবদল করা না হয়।তিনি বলেন, বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য রাখছে অথচ ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন একজন আইনজ্ঞ হয়েও এ বিষয়ে কিছুই বলছেন না। নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করে তারা তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। নির্বাচনের আগে ও পরে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনও ধরনের নির্যাতন না হয় এবং নির্বাচনে তারা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।বিএনপি মহাসচিব ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের কথা বলে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন তিনি।

জোটের অপর নেতা জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। বিরোধী রাজনৈতিক জোটগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘণ করছে। এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.