বিএনপির সংসদ সদস্যরা শপথ নেয়ার পর বেগম জিয়ার মামলায় নতুন গতি

ফা্ইল ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি:  আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হওয়া মামলার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া জরিমানা স্থগিত ও সম্পত্তি জব্দের আদেশে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির এ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সাজা ও অর্থদণ্ডের রায় দিয়েছিলেন নিম্ন আদালত।

আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালত থেকে ওই মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠাতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।

একই সঙ্গে উক্ত মামলায় করা খালেদা জিয়ার জামিন আবেদনটি নথিভুক্ত করেছেন আদালত।

শুনানিকালে খালেদার আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, অন্য একটি মামলায় বিচারিক আদালতের রায়ে তাঁর (খালেদা জিয়ার) পাঁচ বছরের সাজা হয়েছিল। উচ্চ আদালতে এ সাজা বেড়েছে।

ওই মামলায় জামিন না হলে তিনি মুক্তি পাবেন না। বিষয়টি জরুরি দেখছি না। নথি আসুক, তখন জামিনের আবেদনটি দেখা হবে।

এর আগে একাদশ জাতীয় সংসাদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থীদের ৬ জনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাতীত ৫ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এর মধ্যে চারজন গতকাল সোমবার (২৯ এপ্রিল) শপথ নেন।

পরে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিজয়ী ছয় সদস্যকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.