বাহুবলে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত-২০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পুলিশ-বিএনপির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বিএনপির ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মশিউর রহমান।
জানা যায়, বিএনপি নেতাকর্মীরা মিরপুর বাজারে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় ভাদৈ এলাকায় কয়েকজন যুবক রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ আহত হয়েছে। তবে কতজন আহত হয়েছ তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো. জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.